বর্মাছড়িতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা
স্টাফ রিপোর্টার: লক্ষ্মীছড়ির ৩নং বর্মাছড়ির নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বাবু সুইচালা চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসি।
গতকাল পশ্চিম বৈদ্য পাড়া জুনপহর ক্লাব এর উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন, মিসেস সুমিতা চাকমা সদস্য (১২৩) নং ওয়ার্ড, বাবু ললিত কুমার চাকমা সদস্য ১ নং ওয়ার্ড, বাবু তপন চাকমা, সদস্য ৭ নং ওয়ার্ড, বাবু মেমং মারমা সদস্য ২ নং ওয়ার্ড। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবু মিলন চাকমা সাবেক ভাইস চেয়ারম্যান লক্ষীছড়ি উপজেলা, বাবু প্রতুল কান্তি চাকমা, সাবেক চেয়ারম্যান ৩ নং বর্মাছড়ি ইউপি, বাবু পূন্য মোহন চাকমা সাবেক মেম্বার ১ নং ওয়ার্ড।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম বৈদ্য পাড়া জুনপহর ক্লাব সভাপতি ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র বাবু রুপায়ন চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাবু সুপায়ন চাকমা। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নারী পুরুষ উপস্থিত ছিলেন। গদ ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সুইশালা চৌধুরী ৬জন প্রার্থীর সাথে প্রতিদ্বন্ধিতা করে নির্বাচতি হন।