বাংগালহালিয়া সনাতন ঋষি আশ্রম সম্মাননা প্রদান

কাপ্তাই প্রতিনিধি : যন্ত্রসংগীতে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ বেতারের তবলা লহড়া বাদক, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, সাংবাদিক ঝুলন দত্তকে সম্মাননা প্রদা

মাইজভাণ্ডারী’র দর্শন বৃহত্তর পরিমন্ডলে তুলে ধরেছেন হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ (ক.)
লাখ টাকার মুলা বিকিনিকি
কাটিরহাট উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের অভিষেক অনুষ্ঠান

কাপ্তাই প্রতিনিধি : যন্ত্রসংগীতে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ বেতারের তবলা লহড়া বাদক, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, সাংবাদিক ঝুলন দত্তকে সম্মাননা প্রদান করেছেন রাজস্থলী উপজেলার বাংগালহালিয়া ঋষি আশ্রম।

বৃহস্পতিবার ঋষি আশ্রমের ২ দিনব্যাপী বার্ষিক মহোৎসবের প্রথম দিনের অনুষ্ঠানের ধর্মীয় আলোচনা সভায় এই সম্মাননা তুলে দেন সনাতন ঋষি আশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ।

এসময় ইউনেস্কোর নির্বাহী সদস্য মিলন কান্তি শর্মা, হিন্দু কল্যান ট্রাস্টের সহকারী পরিচালক লিটন কান্তি সরকার, ৩ নং বাংগালহালিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা সহ ভাগবতীয় বক্তাগণ উপস্থিত ছিলেন।