• July 27, 2024

বাংলাদেশে তথ্যের নারীর প্রবেশাধিকারের অগ্রগতি বিষয়ে আলোচনা মানিকছড়িতে

 বাংলাদেশে তথ্যের নারীর প্রবেশাধিকারের অগ্রগতি বিষয়ে আলোচনা মানিকছড়িতে

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলার বেসরকারি উন্নয়ন সংস্থা ” তৃণমূল উন্নয়ন সংস্থা’র” উদ্যোগে বুধবার ২০ ডিসেম্বর সকাল সারে ১০টায় তথ্য প্রাপ্তির অধিকারের নারীর অগ্রগতি শীর্ষক প্রকল্পের তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এ

এসময় তথ্য অধিকার বিষয়ে আলোচনা করেন,প্রকল্প সমন্বয়কারী মিনুচিং মারমা,শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রজেক্ট অফিসার সুকীরণ চাকমা মটরিংর এন্ড রিপোর্টিং রেসমী চাকমা, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকছড়ি সদর ইউপি সদস্য শাহানাজ পারভিন, নার্গিস আক্তার, হেডম্যান এসোসিয়েশন প্রতিনিধি কার্বারী এসোসিয়েশন প্রতিনিধি ক্যজাই মারমা,একতা যুব সংঘের সভাপতি এস.এম.নাসির উদ্দীন,স্মার্ট মানিকছড়ি সভাপতি মো.শরীফ উদ্দিন, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক চিংওয়ামং মারমা মিন্টু, কলেজ ছাত্রী অঞ্জনা চাকমা,যুব প্রতিনিধি কমলা মারমা। এময়ে বক্তরা নারীদের তথ্য প্রাপ্তির অধিকারের বিষয়ে আলোচনা করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post