বাঘাইছড়িতে নিহত নাঈম’র পরিবারকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের অনুদান

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের বাঘাইহাট বাজরে আঞ্চলিক দুটি সংগঠনের গোলাগুলির ঘটনায় শান্তি পরিবহনের সুপারভাইজার মো. নাঈম হোসেন(২৮) নিহত হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ হতে নিহত নাঈম’র পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। সোমবার দুপুরে লক্ষ্মীছড়ির পশ্চিম জুর্গাছড়ি নঈমের বাড়িতে গিয়ে ২০হাজার টাকার অনুদানের চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা(ভা.প্রা) মোহাম্মদ সোহরাব হোসেন ভূইয়া উপস্থিত ছিলেন। খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এর পক্ষ হতে নাঈম এর স্ত্রী ও মায়ের হাতে এই চেক তুলে দেয়া হয় বলে জানান ইউএনও।

উল্লেখ্য গত ১৮ জুন মঙ্গলবার দুপুরে বাঘাইছড়ি উপজেলার সাজেকের বাঘাইহাট বাজরে উপজাতীয় সন্ত্রাসী দু’পক্ষের গোলাগুলিতে নাঈম গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় আহত হয় আরো ২জন।

Leave a Reply