বাঘাইছড়িতে ইউপিডিএফ’র কালেক্টর আটক
রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে ইউপিডিএফ প্রসীত গ্রুফের কালেক্টর বিক্রমাদীপ্ত চাকমা (৩৫) ওরফে কালাবো চাকমা নামের এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২০নভেম্বর) সকালে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ডাঙ্গাছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
কালাবো ওই এলাকার সুনীল কুমার চাকমার ছেলে। সে দীর্ঘদিন বাঘাইছড়ি উপজেলায় ইউপিডিএফ মূল দলের হয়ে চাঁদাবাজি করে আসছিলো।
যৌথবাহিনী সূত্রে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী বঙ্গলতলী ইউনিয়নের ডাঙ্গাছড়া এলাকায় অভিযানে নামে। এসময় ইউপিডিএফ’র কালেক্টর কালাবোকে তার বাড়ি থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে বাঘাইছড়ি থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান সংশ্লিষ্ট সূত্রটি।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মনজুরুল ইসলাম জানান- আটক কালাবো একাধিক চাঁদাবাজির মামলার আসামী। তাকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।