• December 12, 2024

বাঘাইছড়িতে জেএসএস’র কর্মী নিহত

স্টাফ রিপোর্টার: বাঘাইছড়ি উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে জেএসএস সংস্কার’র সুরেন বিকাশ চাকমা (৪৫) নামের এক কর্মী নিহত হয়েছে। ১৭জুন রবিবার রাত সাড়ে ৭টার  দিকে এ ঘটনা ঘটে। ইউপিডিএফ (প্রসীত) গ্রুপ কর্তৃক এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। সুরেন উপজেলার রূপকারী ইউনিয়নের দোখাইয়া এলাকার ভাইয়া চাকমার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) সশস্ত্র গ্রুপের একদল সদস্য উপজেলার রূপকারী ইউনিয়নের দোখাইয়া এলাকায় সুরেনের বাসায় গিয়ে অতর্কিত হামলা চালিয়ে তাকে গুলি করে হত্যা করে। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন সাংবাদিকদের জানান, আমরা ঘটনাস্থলে রওনা করেছি। বিস্তারিত ঘটনাস্থলে না গিয়ে কোনো কিছুই বলা সম্ভব না।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post