• December 2, 2024

বাঘাইছড়িতে নিহত আনসার সদস্যের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসী হামলায় নিহত আনসার সদস্য মিহির কান্তি দত্তের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। হামলার ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দুরে অস্ত্রটি পড়ে ছিলো। শুক্রবার সকালে অস্ত্রটি উদ্ধার করে বাঘাইছড়ি জোনের সেনা সদস্যরা। অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
গত ১৮মার্চ উপজেলা নির্বাচনে সাজেকে কংলাক প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বপালন শেষে বাঘাইছড়ি ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নির্বাচনী কর্মকর্তাসহ ৭ জন নিহত হন। আহত হন অন্তত ২০ জন। হামলার জন্য পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এর প্রসীত এবং জেএসএস- সন্তু লারমা গ্রুপকে দায়ী করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post