• December 11, 2024

বাঘাইছড়িতে ব্রাশ ফায়ারে ৭জন নিহতের ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার: উপজেলার নির্বাচনের ভোট ্রগহণ শেষে মালামাল নিয়ে ফেরার পথে ৯ কিলো নামক স্থানে ব্রাশ ফায়ারে ৭জন নিহত এবং অন্তত ২০জন আহত হওয়ার ঘটনার ৪৮ঘন্টা পর বাঘাইছড়ি থানায় মামলা হয়েছে। ২০ মার্চ বুধবার বাঘাইছড়ি থানায় পুলিশের এসআই আক্তার আলী বাদী হয়ে ৪০-৫০ জনকে অজ্ঞাত নামা আসামী করে মামলা করেন।

বাঘাইছড়ি থানায় ২০/০৩/২০১৯ইং তারিখে মামলা নং- ০২ বাংলাদেশ দন্ড বিধির ১৪৩/ ৩২৪/ ৩২৬/ ৩০৭/ ৩০২/ ৩৪ ধারায় মামলাটি নথিনিবন্ধ করা হয় বলে জানিয়েছেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ এমএ মন্জুর।

উল্লেখ্য, সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার কংলাক মাচালং ও বাঘাইহাট ভোট কেন্দ্র থেকে উপজেলায় ফেরার সময় উপজাতি সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে প্রিজাইডিং ও পোলিং অফিসারসহ ভোটের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর ব্রাশ ফায়ারে ৭ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post