• February 9, 2025

বাঘাইছড়িতে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নিহত ১, আহত ১

খাগড়াছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বারূবিন্দুঘাট এলাকায় প্রতিপক্ষের সশস্ত্র সন্ত্রাসীদের হাতে জেএসএস এম এন লারমা এর কর্মী দূর্দব চাকমা (৪৫) নিহত হয়েছে। ২৫ মার্চ বুধবার রাত সোয়া নয়টার দিকে এই ঘটনা ঘটে। সন্ত্রাসীদের গুলিতে নিহতের স্ত্রী পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।
বাঘাইছড়ি থানার ওসি এমএ মঞ্জুর ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের লাশ উদ্ধারে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন। এমএন লারমা দলের পক্ষ থেকে এই হত্যাকান্ডের জন্য তাদের প্রতিপক্ষ সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর সন্ত্রাসীদের দায়ি করা হয়েছে।
দলটি দায়িত্বশীল সূত্র দাবী করেছে, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে থানা থেকে ৪ কিলোমিটার দূরে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন দূর্দব ও তার পরিবার। এসময় জেএসএস এর সশস্ত্র সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার করলে ঘুমন্ত অবস্থায়ই গুলিবিদ্ধ হয়ে সে মারা যায় এবং তার স্ত্রী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post