• December 22, 2024

বাঘাইছড়িতে সেনাবাহিনীর টহলের গাড়িতে গুলি, পাল্টা গুলিতে ইউপিডিএফ সন্ত্রাসী নিহত

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিজেলার বাঘাইছড়ি বাঘাইহাট উজু বাজার নামক এলাকায় সেনাবাহিনীর গাড়িতে সন্ত্রাসীদের গুলি বর্ষণের পর সেনাবাহিনীর পাল্টা গুলিতে সুমন চাকমা ওরফে লাকির বাবা নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত সুমন চাকমা ইউপিডিএফের শীর্ষ সন্ত্রাসী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

রাঙ্গামাটি ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো: শফিউল্লাহ ঘটনা সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, আজ সকাল পৌনে ১১টার দিকে বাঘাইহাট জোনের সেনা টহল দলের একটি পিকআপে সন্ত্রাসীরা গুলি বর্ষণ করলে সেনাবাহিনী পাল্টা জবাব দেয়।

এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে সুমন চাকমা নিহত হয়। নিহতের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে সন্ত্রাসীদের ধরতে সেনাবাহিনীর টহল জোরদার করে অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নে সেনাবাহিনীর উপর সন্ত্রাসী হামলার ঘটনার চার দিনের ব্যবধানে বাঘাইছড়ি উপজেলায় সেনাবাহিনীর উপর এ হামলার ঘটনা ঘটলো।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post