বাঘাইছড়ি হত্যাকান্ডে জড়িতরা রেহাই পাবেনা -চট্টগ্রাম এরিয়া কমান্ডার
খাগড়াছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে উপজাতি সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহতের ঘটনাকে কাপুরুষিত উল্লেখ করে সেনাবাহিনীর ২৪পদাতিক ডিবিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমান বলেছেন, এমন নির্মম ও ঘৃন্য হত্যাকান্ডের ঘটনায় জড়িত কেউ নিরাপত্তাবাহিনীর হাত থেকে রেহাই পাবে না। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার কার্যক্রম চলছে। এছাড়া প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। সকালে বাঘাইছড়ি হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে কালে তিনি এসব কথা বলেন।
ঘটনাস্থল পরিদর্শনে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, চট্টগ্রামের ডিআইজি গোলাম ফারুক, খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল গাজী সাজ্জাত মাহমুদ, রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, পুলিশ সুপার আলমগীর কবির, খাগড়াছড়ির পুলিশ সুপার আহমার উজ্জামান, বাঘাইছড়ি উপজেলার জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তাসহ সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে ঘটনাস্থল থেকে ফিরে ২৭ বিজিবি, মারিশ্যা জোন সদরে বাঘাইছড়ি হত্যাকান্ডের ঘটনায় নিহত ও আহতদের স্বজনদের সাথে মতবিনিময় শেষে তাদের হাতে আর্থিক অনুদান তুলে।