বাঙ্গালহালিয়ায় অন্নকুট মহোৎসব সম্পন্ন
রাঙ্গুনিয়া প্রতিনিধি: বাঙ্গালহালিয়া সর্বজনীন শ্রী শ্রী রাধামদন গোপাল গিরিধারী সেবাকুঞ্জ পরিচালনা কমিটির উদ্যোগে শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধন পূজা ও অন্নকুট মহোৎসব উপলক্ষে শ্রীমদ্ভাগবত পাঠ ও সনাতন ধর্মীয় সম্মেলন বৃহষ্পতিবার আশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ধর্মীয় সম্মেলন উদ্বোধন করেন বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধামদন গোপাল গিরিধারী সেবাকুঞ্জের অধ্যক্ষ শ্রী শ্রী চরনদাস বাবাজি মহরাজ। শ্রী মদ্ভাগবত আস্বাদন করেন পরমভাগবত শ্রীল স্বরূপ দাস বাবাজি মহারাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঞোমং মারমা, বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, মাথুই মারমা, সেবাকুঞ্জ পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা অরুন সেন, উপদেষ্টা বিশ্বনাথ চৌধুরী, রিটন দত্ত, শিমুল দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গিরিধারী সেবাকুঞ্জ আশ্রমের সভাপতি পংকজ ভূষন চৌধুরী। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন বাঙ্গালহালিয়া শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দির পরিচালনা কমিটি। অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।