• July 27, 2024

বাঙ্গালহালিয়ায় ট্রাফিক বিভাগের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা

শান্তি রঞ্জন চাকমা: কাপ্তাই ট্রাফিক বিভাগের উদ্যোগে সড়কে চলাচলকারী চালক এবং হেলপারদের ট্রাফিক আইন কানুন বিষয়ে সচেতন করার লক্ষ্যে গতকাল এক প্রশিক্ষণ কর্মশালা বাঙ্গালহালিয়া বাজারে অনুষ্ঠিত হয়।

কাপ্তাই ট্রাফিক বিভাগের টিআই তারক চন্দ্র পাল এর সভাপতিত্বে বাঙ্গালহালিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ সামসুল আলম, বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অরুন সেন, সাংবাদিক ঝুলন দত্ত, ট্রাফিক বিভাগের টিএসআই শাহ্জালাল (পিপিএম), বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির আইসি মো. শহীদুজ্জামান, কাপ্তাই ট্রাফিক বিভাগের এটিএসআই মো: ইব্রাহীম আলম, শাহীন, মো: আকতার হোসেন, সিএনজি সমিতির সভাপতি আনিস তালুকদার কালু, মিরাজ সহ চালক এবং হেলপাররা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে টিআই তারক চন্দ্র পাল বলেন, মোটরসাইকেল আরোহীদের জন্য হেলমেট পরা বাধ্যতামূলক এবং যে সমস্ত যানবাহন ফিটনেসবিহীন ও প্রয়োজনীয় কাগজপত্র নাই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি সকলকে বৈধ কাগজপত্র সঙ্গে নিয়ে সড়কে গাড়ী চালানোর পরামর্শ এবং ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post