বান্দরবানের রোয়াংছড়িতে সেনাবাহিনীর অভিযানে পপি ক্ষেত ধ্বংস
পাহাড়ের আলো: বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার তাড়াছা ইউনিয়নের কদম প্রো পাড়াতে ৮ টি পপি ক্ষেত (প্রায় এক একর পরিমান জমি) ধ্বংস করেছে সেনাবাহিনী ।
৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকা হতে বেতছড়া থেকে উত্তর পশ্চিম দিকে ৫ কিলোমিটার দূরত্বে দুইটি গ্রামের মাঝে দূর্গম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। একটি বিশেষ সেনা টহল দল এবং পুলিশ টহল দল মিলে পপি ক্ষেত ধ্বংস অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে পপি চাষকারীরা পালিয়ে যান।
এ বিষয়ে রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ বলেন মাদক সমাজ বিধ্বংসী জীবনাশক ভয়ংকর এক নেশা। এ কারনে মাদক উৎপাদনকারী এবং ব্যবসায়ীদের সন্ধান পেলেই আমরা তা প্রতিহত করব। এছাড়াও তিনি স্থানীয় জনসাধারণকে মাদকের ভয়াবহতা বিবেচনা পূর্বক মাদক উৎপাদনকারীর তথ্য প্রদান করতে আহবান করেন।