• October 8, 2024

বাবুছড়া ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

সোহেল রানা: খাগড়ছড়ির দীঘিনালা উপজেলার ৫নং বাবুছড়া ইউনিয়ন পরিষদে ১ কোটি ২ লক্ষ ৩৬ হাজার ৮১৪ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ মে) সকালে বাবুছড়া ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে উন্মুক্ত বাজেট আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা। নব নির্বাচিত বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তুষ জীবন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার  মো. শেখ শহিদুল ইসলাম, বাবুছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক জ্যোর্তিময় চাকমা, অরুণ বিকাশ চাকমা, শান্তিময় চাকমা, নারী ইউপি সদস্য প্রতিভা চাকমা, ইউপি সদস্য গগণ বিকাশ চাকমা, মো. আবদুল্লাহ এবং ইউনিয়ন পরিষদ সচিব বেগীন চাকমা প্রমূখ।

বাজেটে যোগাযোগ ব্যবস্থায় ৫৭ লক্ষ ৫০ হাজার ৭৫০টাকা, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপণা ১৮ লক্ষ ১৪ হাজার ৮০১ টাকা এবং সুপেয় পানির ১০লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। সর্বমোট ১ কোটি ২ লক্ষ ৩৬ হাজার ৮ শত চৌদ্দ টাকার আয়ের মধ্যে ১ কোটি ২ লক্ষ ১ হাজার ৩ শত একান্ন টাকার ব্যয় ধরা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post