লক্ষ্মীছড়িতে বাসন্তী চাকমার কুশপুত্তলিকা দাহ করে মিথ্যা বক্তব্যের প্রতিবাদ পাহাড়ি-বাঙ্গালির
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে সেনাবাহিনী ও বাঙ্গালিদের বিরুদ্ধে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা’র অপসারণ ও শাস্তির দাবীতে পৃথক আরো একটি মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ করা হয়।
সকালে উপজেলা সদরে এবং একই দাবিতে রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে লক্ষ্মীছড়িবাজারস্থ্য বাসটার্মিনাল এলাকায় এ মানববন্ধন শেষে বাসন্তী চাকমার কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্দ জনতা। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন বাবুল চৌধুরী। তিনি মিথ্যা বক্তব্য প্রত্যাহর, জাতির কাছে ক্ষমা চাওয়া এবং অবিলম্বে বাসন্তী চাকামকে তার সংসদস সদষ্যও পদ হতে অপসারণের দাবি জানান। মানবন্ধনে ব্যবসায়ী, সুশীল সামজের পাহাড়ি-বাঙ্গালী নেতৃবৃন্দরা অংশ নেন।
উল্লেখ্য গত ২৬শে ফেব্রুয়ারি জাতীয় সংসদে দেশ প্রেমিক সেনাবাহিনী ও পার্বত্য বাঙ্গালীদের নিয়ে উগ্র-সাম্প্রদায়িক ও রাষ্ট্র বিরোধী বক্তব্য দেন মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা। তারই প্রতিবাদে সকালে এবং একই দাবিতে বিকেলে আলাদাভাবে লক্ষ্মীছড়ি উপজেলায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করা হয়।