• December 2, 2024

বিআরডিবি মাঠ কর্মীদের চাকুরী জাতীয়করণের দাবিতে খাগড়াছড়ি জেলা প্রশাসককে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার: বেতন-ভাতা নিশ্চিতসহ চাকুরী জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছে বিআরডিবির প্রকল্প মাঠ কর্মীরা। ৩ এপ্রিল বুধবার খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেয়া হয়। বিআরডিবি প্রকল্প কর্মচারি ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি মো: মোবারক হোসেন ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম স্বাক্ষরিত এ স্মারকলিপি জেলা প্রশাসকের পক্ষে গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কাজি মোহাম্মদ চাহেল তস্তরী। এসময় বিআরডিবির খাগড়াছড়ি জেলার ৮টি উপজেলার বিভিন্ন প্রকল্পের মাঠ কর্মীরা উপস্থিত ছিলেন।

মাঠকর্মী রেজাউল খান বলেন, আমরা বেতন না পেয়ে মানবেতর জীবন-যাবন করছি। চাকরি করি কিন্তু বেতন পাইনা, পরিবার নিয়ে না খেয়ে আছি। তাই কর্মকর্তা-কর্মচারীদের আয় থেকে দায় প্রথা বাতিল করে শতভাগ বেতন-ভাতা নিশ্চিতকরণ, বিআরডিবিকে প্রস্তাবিত ‘বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদফতরে রূপান্তরসহ সাত দফা দাবি নিয়ে আমাদের এ কর্মসূচি। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিআরডিবি প্রকল্প কর্মচারি ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি মো: নুর নবী, সাংগঠনিক সম্পাদক এরশাদুল হক, সুখী চাকমা, আপন বড়–য়া, অর্পনা চাকমা, সুপ্তা চাকমা ও ইন্দ্র কুমার ত্রিপুুুরা, সুশীল চাকমা মিরগু, বিজলী রানী, সুচিত্রা চাকমা, টিপু চাকমা, ত্রিশিখা চাকমা, বিউটি মজুমদার, আয়শা আক্তার প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post