স্টাফ রিপোর্টার: বিএনপির আভ্যন্তরিণ দ্বন্দ্ব ও কোন্দলে থাকা বিএনপির দুই গ্রুপে সংঘটিত হামলায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করার প্রতিবাদে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগের যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, যুবলীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমসহ শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে দলীয় অফিস থেকে বাজারসহ বিভন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মানিকছড়িতে বিএনপির আভ্যন্তরিন কোন্দলে বার বার সহিংসতা ছড়ানো এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের এই বিক্ষোভ মিছিল বলে আওয়ামীলীগ নেতারা দাবি করেন।