• November 22, 2024

বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল

 বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল
শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া : বিএনপির সহযোগী সংগঠন জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম ফারুকীর ওপর হামলার প্রতিবাদে রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের উপজেলা সদর ইছাখালিতে এ কর্মসূচী পালন করা হয়। জিয়া মঞ্চ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল আলীর সভাপতিত্বে ও আব্দুল সালাম সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ সভাপতি মো. ওয়াকিল আহমদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ইউসুফ চৌধুরী, বিএনপি নেতা শাহেদ কামাল, ভিপি আনছুর উদ্দিন, মঞ্জুরুল আলম মঞ্জু, এম কামাল উদ্দিন, পৌর যুবদল নেতা আব্দুল হালিম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, গত ২৮ অক্টোবর রাতে ছাত্রলীগের ক্যাডার হৃদয় মিত্র সুমনের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে খোরশেদ আলম ফারুকীকে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়। ফারুকীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানিয়েছেন বক্তারা।
রাঙ্গুনিয়ার খাঁ মসজিদ ভাংচুরের প্রতিবাদে মুসল্লিদের মানববন্ধন
শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়ার খাঁ মসজিদের দানবক্স ভাংচুর ও দানের টাকা লুটপাট এবং মসজিদ কমিটি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মুসল্লিরা মানববন্ধন করেছে। শুক্রবার দুপুরে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের পোমরা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মসজিদ খতিব জরিফ আলী আরমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির আহবায়ক জহির আহমদ চৌধুরী, যুগ্ম আহবায়ক আজিজুর রহমান, সদস্য সচিব ইকবাল হোসেন সাদ্দাম মেম্বার, দিদারুল আলম সওদাগর, মাসুদ রানা, মঈনুল ইসলাম, নুরুল আমিন কেরানী, সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম, কাজী একরাম উল্লাহ রিপন, নুরুল আজিম মাস্টার, হামিদ শরীদ মেম্বার, আবুল ফয়েজ মেম্বার, মীর আহমদ সওদাগর প্রমুখ। মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব ইকবাল হোসেন সাদ্দাম মেম্বার। এতে তিনি উল্লেখ করেন, প্রায় ৪’শ বছরের পুরানো ঐতিহ্যবাহী খাঁ মসজিদটি মাটির তৈরি স্থাপনা থেকে অর্ধশত বছর আগে থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান জহির আহমদ চৌধুরীর নেতৃত্বে জরাজীর্ণ মসজিদটি বর্তমান আধুনিক অবকাঠামো নির্মিত হয়েছে। গত ২৩ অক্টোবর সকাল এগারটায় জনৈক মৃত মমতাজুর রহমান ও মৃত আবদুল ছোবহান এর পরিবারের সদস্যগণ সংবদ্ধ দুর্বৃত্তসহ দেশীয় অস্ত্রহাতে হামলা চালায়। তারা মসজিদের ৫টি দানবক্স ভেঙ্গে টাকা-পয়সা লুট করেন। এছাড়া মসজিদের মূল কলাপসিপল গেইট ভাঙ্গেন, পেশ ইমাম ও হেফজখানার হাফেজকে প্রাণনাশের হুমকি দেয়। এসময় স্থানীয় ইউপি সদস্যসহ মুসল্লীদের তাঁরা মারধর করে মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেন। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইপক্ষের লোকজনকে সেনাক্যাম্পে উপস্থিত হওয়ার জন্য বলেন। সেনাক্যাম্পে মসজিদ কর্তৃপক্ষ গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করলেও হামলাকারীরা যায়নি। বরং তারা ২৫ অক্টোবর রাতে ফের দেশীয় অস্ত্রহাতে হামলা চালালে মুসল্লীদের হস্তক্ষেপে তারা পালিয়ে যান। বর্তমানে কমিটির হাত ধরে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ চলমান আছে। এই মসজিদ এবং মসজিদ কমিটিকে ঘিরে বর্তমানে ঐ পরিবার আরো কিছু দুস্কৃতিকারীকে সাথে নিয়ে বিভিন্ন প্রকার অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত আছে। মসজিদ সংক্রান্ত বিষয়ে বর্তমানে চট্টগ্রাম জর্জ কোর্ট ও মহামান্য হাইকোর্টে মামলা চলমান আছে যা এলাকার সাধারণ মুসল্লিগণ এই বিষয়ে অবগত আছেন। মসজিদ ভাংচুর এবং লুটপাটে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন সাধারণ মুসল্লীরা।
কাপ্তাইয়ে জাতীয় যুব দিবসে র‍্যালি
শান্তি রঞ্জন চাকমা, কাপ্তাই : কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা, চেক বিতরণ ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী তে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, ডাঃ প্রবীর খিয়াং, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী, স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, চিৎমরম ইউপি চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, বিজয় মারমা, সাংবাদিক কাজী মোশাররফ হোসেন প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post