বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড়ে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, রামগড় জোন বিজিবির অভিযানে ১৫০ পিস ইয়াবা সহ ১ জনকে আটক করা হয়েছে। বিজিবি সূত্রে জানা

বিজয় দিবসে মহালছড়িতে দুই বীরঙ্গনা পরিবার সংবর্ধনা পায়নি
রামগড়ে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
লক্ষ্মীছড়িতে উপ-নির্বাচনে সংরক্ষিত নারী আসনে টুনি চাকমা নির্বাচিত

রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড়ে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, রামগড় জোন বিজিবির অভিযানে ১৫০ পিস ইয়াবা সহ ১ জনকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (২০ জুন) দুপুর আনুমানিক দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনস্থ হেয়াকো বিওপির হাবিলদার মোঃ মাহাবুব আলম এর নেতৃত্বে একটি টহল দল বিওপি হতে প্রায় ০৩ কিঃমিঃ দক্ষিণ পশ্চিম কোণে হুচেনারখিল রাবার বাগান নামক স্থানে অভিযান চালিয়ে ভুজপুর থানার হুচেনারখীল গ্রামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ শফিক (৩০)কে সন্দেহ বশত: তল্লাশী করে পরনের লুঙ্গির ভিতরে লুকানো অবস্থায় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে যার আনুমানিক মূল্য ৬০হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামীকে ভূজপুর থানায় সোপর্দ করা হচ্ছে।