• July 27, 2024

বিজিবির আন্ত: ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতায় ২৩ বিজিবি চ্যাম্পিয়ন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আন্ত: ব্যাটালিয়ন কাবাডি  প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন হয়েছে।

৮ আগস্ট বুধবার সকালে ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন যামিনীপাড়া জোন সদরে অনুষ্ঠিত খেলায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্য পুরস্কার বিতরণ করেন বিজিবি‘র গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মো: আব্দুল হাই পিএসসি, জি-প্লাস। গুইমারা সেক্টরের সহযোগিতায় এবং যামিনী পাড়া জোনের ব্যবস্থাপনায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি‘র দক্ষিণ-পূর্ব রিজিয়নের ১৩ টি ব্যাটালিয়ন এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে।

এ সময় অন্যান্যদের মধ্য আরো উপস্থিত ছিলেন ২৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো: মাহমুদুল হক, বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি‘র দক্ষিণ-পূর্ব রিজিয়নের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মো: রাহাত নেওয়াজ পিএসসি, বিজিবি’র গুইমারা সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো: হামিদ উর রহমান , ২৩ বিজিবি’র উ-অধিনায়ক মেজর মো: রফিকুল ইসলাম, মেজর সৈয়দ আনসার মোহাম্মদ কাউছার সহ উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সদস্য ও আন্তর্জাতিক কাবাডি রেফারী এস এম এ মান্নান কাবাডি খেলাটি পরিচালনা করেন ।

খেলায় ২৮-১৭ সেটে চট্টগ্রামের ৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নকে হারিয়ে শিরোপা লাভ করে ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। খেলায় শ্রেষ্ঠ প্রবীন খেলোয়াড় নির্বাচিত হয় বিজয়ী দলের নায়েব সুবেদার মো: তরিকুল ইসলাম এবং শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নির্বাচিত হন ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের খেলোয়াড় মো: আল-আমিন।গত ৫ আগস্ট এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ২৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো: মাহমুদুল হক।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post