• July 27, 2024

বিজিবি’র গুইমারা সেক্টরের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার: কেক কাটা, ইফতার, প্রীতিভোজ সহ নানা আয়োজনে পালিত হলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র গুইমারা সেক্টরের ৬ষ্ঠ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে গতকাল সেক্টর সদর দপ্তরে স্থানীয় জনপ্রতিনিধি, সামরিক পদস্থ কর্মকর্তা, বিভিন্ন সরককারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে নিয়ে কেক কাটেন প্রধান অতিথি ২৯৮নং খাগড়াছড়ি আসনের সাংসদ ও শরনার্থী বিষয়ক ট্রাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় তিনি বলেন, দেশ মাতৃকার সম্মান রক্ষায় সীমান্তের অতন্দ্র প্রহরি বিজিবি জীবন বাজি রেখে নিরাপদে রেখেছে বাংলাদেশের সীমান্ত। তাই এখনো স্বাধীন বাংলাদেশ শত্রু মুক্ত ও নিরাপদ রয়েছে।

বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মো: আব্দুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা সেনা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার খাগড়াছড়ি পুলিশ সুপার আহমদ উজ্জামান, যামিনীপাড়া জোন অধিনায়ক লে: কর্ণেল মো: মাহমুদুল হক, রামগড় জোন অধিনায়ক লে: কর্ণেল মো: তরিকুল হাকিম, পলাশপুর জোন অধিনায়ক লে: কর্ণেল সাইফুল্লাহ মিরাজ’সহ বিজিবি ও সেনাবাহিনীর বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে অতিথিদের নিয়ে প্রীতিভোজে অংশ গ্রহণ করেন সেক্টর কমান্ডার।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post