• June 22, 2024

বিধবা বৃদ্ধাকে খাট দিয়ে সহায়তা করলো ‘মানবিক হারুয়ালছড়ি’

ফটিকছড়ি প্রতিনিধি: হারুয়ালছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের একজন বিধবা বৃদ্ধাকে খাট দিয়ে সহায়তা করেছে মানবিক হারুয়ালছড়ি।
ঐ মহিলার বাড়িতে করোনাকালের শুরুতে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে গিয়েছিলো টিম মানবিক হারুয়ালছড়ি। সে সময় তিনি তার একটি খাটের প্রয়োজনীয়তা জানিয়ে বলেন, “আমার খাট নেই। এই টিলায় মাটিতে শুয়ে থাকি। বৃষ্টির দিনে সাঁপের ভয় লাগে। তোমরা আমায় একটা খাট বানিয়ে দাও।”
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রবাসীর অর্থায়নে টিম মানবিক হারুয়ালছড়ি এ খাট আজ সকালে পৌঁছে দেয় ঐ বৃদ্ধার বাড়িতে। নিজের স্বপ্নপূরণ হতে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন ঐ বৃদ্ধা। এ সময় মানবিক হারুয়ালছড়ি টিমের পক্ষে ছিলেন আরাফাতুল আলম, মোহাম্মদ বাবর, মোহাম্মদ ফোরকান, ঈসমাইল হোসেন সুমন প্রমুখ। সার্বিক সহায়তার জন্য মানবিক হারুয়ালছড়ি হাতেম সিকদার, শিবলু নাথকে ধন্যবাদ জানাচ্ছে। ভবিষ্যতে এ ধরণের মানবিক কাজ অব্যাহত রাখার আশাব্যক্ত করেছেন টিমের সদস্যরা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post