বিনামূল্যে চিকিৎসা সেবায় সিন্দুকছড়ি জোন
গুইমারা প্রতিনিধি: গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় ঐতিহাসিক ০৭ মার্চ উপলক্ষে সিন্দুকছড়ি জোন কর্তৃক জোনের দায়িত্বপূর্ণ এলাকার সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে চিকিৎসা সেবা পৌছানোর লক্ষে বাটনাতলী উচ্চ বিদ্যালয় মাঠে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করেন। মেডিক্যাল ক্যাম্পেইন এ আগত ১৯০ জন পাহাড়ী এবং বাঙ্গালীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন আতিকুর রহমান।
ক্যাম্পিং শেষে অফিসার সকলকে শান্তি, সম্প্রীতি বজায় রেখে একত্রে বসবাসের পরামর্শও প্রদান করেন।