• July 27, 2024

বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে মহালছড়িতে র‍্যালি ও আলোচনা সভা

 বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে মহালছড়িতে র‍্যালি ও আলোচনা সভা
মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“এখনই কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মূল করি” প্রতিপাদ্যে নিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
২৯ জানুয়ারী রোববার সকাল সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রাঙ্গন থেকে র‍্যালী বের করা হয়। র‍্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
র‍্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্ঠা চাকমা, চিকিৎসক ডা. নুনু মারমা, ডাঃ ধনিষ্টা চাকমা, জুনিয়র কনসালটেন্ট(এ্যানেসঃ)  ডাঃ কে, এম মঈন উদ্দিন।  এছাড়াও বিভিন্ন  দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন কুষ্ঠ কোনো মরণব্যাধি রোগ নয়, এটিকে সহজেই প্রতিরোধ করা হয়, এই জন্য দরকার সঠিক চিকিৎসা ও সচেতনতা।
বক্তারা কুষ্ঠ রোগ বিষয়ে মানুষের মাঝে আরও সচেতনতা বাড়ানোসহ কুসংষ্কারে প্রভাবিত না হওয়ার আহবান জানানো হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post