• June 14, 2024

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে খাগড়াছড়ি র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে খাগড়াছড়ি র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি:  “তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে খাগড়াছড়িতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে খাগড়াছড়ি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির বাস্তবায়নে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে তামাক হস্তক্ষেপ ‘কে প্রতিহত করণ আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান এর সভাপতিত্ত্বে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তফিক ইসলাম, ডেপুটি সিভিল সার্জন রতন খীসা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোসলেম উদ্দিন, খাগড়াছড়ি জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জীতেন বড়ুয়া আলোচনা সভায় বক্তব্য রাখেন। বক্তারা বলেন, তামাক মানব দেহের জন্য একটি ক্ষতিকর উপাদান। এটি শুধু যে সেবন করে তার ক্ষতি করে তা না, সেবন কারির সামনে যে বা যারা থাকবে তাদের কেউ মৃত্যুর মূখে ঠেলে দেয়। আর বর্তমান সমাজে তামাক ও নেশা জাতীয় দ্রব্য সেবনে কিশোরদের যে প্রবণতা তার থেকে মুক্তি পেতে হলে আমাদের অবশ্যই তামাক সেবন, তামাক চাষে হস্তক্ষেপ প্রতিহত করতে হবে এবং তামাক সেবনের সময় মা ও শিশুদের কাজ থেকে দূরে রাখতে হবে বলে জানান তারা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply