বিশ্ব পরিবেশ দিবসে খাগড়াছড়িতে ছাত্রদলের আয়োজনে জিয়া ট্রি ও বিভিন্ন গাছ রোপন
স্টাফ রিপোর্টার: ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী স্মরণে খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে পরিবেশ বান্ধব জিয়া ট্রি ও বিভিন্ন ভেষজ গাছ রোপন করা হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
এছাড়াও জেলা যুবদল, জেলা ছাত্রদল, ও খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মিল্লাত চত্বর হতে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষ রোপন করা হয়।