• November 2, 2024

বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় রাঙ্গুনিয়ায় ৮৭ হাজার টাকা জরিমানা

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: বেশী দামে পেঁয়াজ বিক্রি করায় রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমান আদালতে ৮৭ হাজার টা জরিমানা আদায় করা হয়েছে। খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায়, যেখানে পাইকারি ক্রয়মূল্য মাত্র ৫৩ টাকা। এই অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাঙ্গুনিয়ার বিভিন্ন খুচরা বাজারে অভিযান আলিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান এই অভিযান চালান। অভিযানে রাঙ্গুনিয়ার ৩টি বাজারের ১৫টি খুচরা দোকান থেকে ৮৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১টি পেঁয়াজের গুদামকে সিলগালা করে দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর আবুল হোসেন, রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক সুব্রত চৌধুরী।

জানা যায়, রাঙ্গুনিয়ায় খুচরা পেঁয়াজের বাজারে বাড়তি দাম নেয়ার অভিযোগে উপজেলার শান্তিরহাট, গোচরা ও রোয়াজারহাট বাজারে অভিযান চালানো হয়েছে। অভিযানে শান্তিরহাট বাজারের ৫টি, গোচরার ১টি ও রোয়াজারহাট বাজারের ৯টি দোকানে পেঁয়াজের বাড়তি দাম নেয়ার সত্যতা পাওয়া যায়। এসময় দোকানগুলো থেকে সর্বমোট ৮৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে রোয়াজারহাটের সোলায়মান নামে এক ব্যক্তির পেঁয়াজের গুদামকে সিলগালা করে দেওয়া হয়। এসময় অন্যান্য খুচরা দোকানগুলোকে পণ্যের বাড়তি দাম নেওয়ার ব্যাপারে সতর্ক করে দেয়া হয় এবং দোকানে পণ্যের মূল্য তালিকা ঝুলিয়ে দিতে নির্দেশনা প্রদান করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post