• November 22, 2024

বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার লক্ষ্মীছড়িতে

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় বৈদেশিক কর্ম সংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার প্রেসব্রিফিং ও সেমিনার আলোচনা সভার আয়োজন করা হয়। ৩মার্চ লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধূরী। বৈদেশিক কর্মসংস্থানের খাগড়াছড়ির কারিগরি কেন্দ্রের প্রধান প্রশিক্ষক বিল্টু চাকমা সেমিনারের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন, প্রশিক্ষক দেবধন বড়ুয়া।

এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু চাকমা দিপান্তর, লক্ষ্মীছড়ি থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরসহ বিভিন্ন দপ্তরে অফিসার, বিদ্যালয়ের শিক্ষক, ইমাম, এনজিও কর্মী, সাংবাদিক উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post