• July 27, 2024

বৈসাবি ও নববর্ষ উপলক্ষে মহালছড়ি জোনের উদ্যোগে ফুটবল ম্যাচ

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে সেনা জোনের আয়োজনে ও এলাকাবাসির সহযোগিতায় বৈশাখী ও বিজু উৎসব উদযাপন উপলক্ষে মহালছড়ি উপজেলা মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

১৪ এপ্রিল শনিবার বিকাল সাড়ে ৩টায় রাউজান একাদশ বনাম মহালছড়ি একাদশ এর মধ্যেকার খেলায় প্রধান অতিথি ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি। বিশেষ অতিথি ছিলেন, উপঅধিনায়ক মেজর মেহেদী হাসান। এছাড়া মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীলসহ অন্যান্য সেনা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথমার্ধের খেলায় মহালছড়ি একাদশ ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে রাউজান একাদশ গোল পরিশোধ করে খেলার সমতা ফিরিয়ে এনে ১-১ গোলে ড্র অবস্থায় খেলা শেষ হয়।

খেলার সমাপনী বক্তব্যে প্রধান অতিথি জোন অধিনায়ক বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, সকলের মাঝে সৌহার্দ্যপূর্ণ মনোভাব তৈরি করার মানসিকতা থাকতে হবে। সেই ধারাবাহিকতায় প্রীতিফুটবল ম্যাচ আয়োজনের মাধ্যমে সকলের কাছে বার্তা পৌঁছে দিতে চাই- বাংলা নববর্ষের শুরু থেকেই যাতে আগামীদিন গুলো সকলের মাঝে সুখ-শান্তি ফিরে আসুক এবং সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় হোক।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post