• October 26, 2024

বৈসাবী’কে ঘিরে সংগঠনের নামে চাঁদাবাজি সহ্য করা হবে না

স্টাফ রিপোর্টার: পাহাড়ে প্রাণের উৎসব বৈসাবী’কে সামনে রেখে আঞ্চলিক সংগঠনের নামে কেউ চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম করলে তাকে কঠোর হাতে দমন করা হবে বলে হুশিয়ারী দিয়েছেন খাগড়াছড়িতে আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত ৩০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা সেনা জোন উপ-অধিনায়ক মেজর মোঃ ইমরুল কায়েস। সকালে জোন সদরে আয়োজিত মাসিক নিরাপত্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুশিয়ারী দেন। বলেন, বৈসাবী উৎসবে পাহাড়ে বসবাসরত বিভিন্ন ভাষাভাষী জাতি গোষ্ঠীর স্বতস্ফুর্ত অংশগ্রহনই সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করতে পারে।

এসময় অন্যান্যের মধ্যে জোন ষ্টাফ অফিসার মেজর সাকিল আহাম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভিষণ চন্দ্র দাশ, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, পৌর মেয়র মোঃ সামছুল হক, ইউপি চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post