ব্রক্ষদত্ত বড়ুুয়া তালুকদারের মৃত্যুতে আন্জুমানের শোক প্রকাশ

আন্তঃধর্মীয় সম্প্রীতি পরিষদের সাধারণ সম্পাদক বিকিরণ বড়ুুয়া রাসেলের পিতা বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক ব্রক্ষদত্ত বড়ুুয়া তালুকদার আজ ২ জানুয়ারি-২০১৮ইং

রাঙ্গুনিয়ায় উঁচু টাওয়ারে যুবক, ২ ঘণ্টা পর উদ্ধার
ফটিকছড়ি থানায় ওসি-এএসআই মারামারি
ফটিকছড়ি ‘বখতপুর চেয়ারম্যান কাপ’ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আন্তঃধর্মীয় সম্প্রীতি পরিষদের সাধারণ সম্পাদক বিকিরণ বড়ুুয়া রাসেলের পিতা বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক ব্রক্ষদত্ত বড়ুুয়া তালুকদার আজ ২ জানুয়ারি-২০১৮ইং মঙ্গলবার সকাল ৭টায় মৃত্যু বরণ করেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি ২ ছেলে, ১ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রহী রেখে যান।

আজ মঙ্গলবার বিকালে মরহুমের গ্রামের বাড়ী পটিয়ার কেলিশহরের চত্তরপেটুয়াতে শেষকৃত্য অনুষ্ঠিত হবে। মরহুম ব্রক্ষদত্ত বড়ুুয়ার মৃত্যুতে শোক জানান হযরত সৈয়দ মইন্দ্দুীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব খলিফা এডভোকেট আল্হাজ্ব কাজী মহসীন চৌধুরী, এডিএসপি’র সভাপতি প্রফেসর আহমদ নবী গরিবী, আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি আল্হাজ্ব কবীর চৌধুরী, মহানগর সভাপতি খলিফা বোরহান উদ্দীন, উত্তর জেলা আহব্বায়ক খলিফা আব্দুল হামিদ, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ শহীদুল্ল¬হসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের আত্মার পারলৌকিক শান্তি কামনা করেন।- প্রেস বিজ্ঞপ্তি।