• December 27, 2024

ব্রাইট-মুন একাডেমীতে ব্যাতিক্রমী বই মেলা:শিক্ষার্থীদের বই পড়ার হিড়িক

প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম নগরীর আতুরারডিপু বনানী আবাসিক এলাকায় অবস্থিত ব্রাইট-মুন একাডেমীতে মহান একুশ উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে প্রাণের মেলা, বই মেলা। আলোচিত এসো বই পড়ি সংগঠনের সার্বিক তত্তাবধানে বিদ্যালয় কেন্দ্রীক একক বই মেলার আয়োজন একটি ব্যতিক্রমী বই মেলা। এই মেলায় উৎসুখ শিক্ষার্থীদের ব্যাপক সাড়া মিলে বলে জানিয়েছেন ব্রাইট-মুন একাডেমীর অধ্যক্ষ নুরুল আলম।

আজ সকাল ১১টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে একাডেমী প্রাঙ্গণে এই বই মেলার উদ্বোধন করা হয়। বই মেলায় সভাপতিত্বে করেন একাডেমীর অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আলম। প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালন ইসমাঈল হোসেন সিরাজী। পরিচালনা করেন মুহাম্মদ ওসমান গণি ফারুক। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ নুসরাত জাহান একা, গিয়াস উদ্দিন, কলিম উল্লাহ, সরফুল হাসান, মিনু আক্তার, মঈন উদ্দিন, আবদুল কাইয়ুম, এরশাদুল আলম, তানজিনা আক্তার ইজমা, তাহিন্না আক্তার পিমা প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইসমাঈল হোসেন সিরাজী বলেন, আমরা বিদ্যালয় কেন্দ্রীক একটি ব্যতিক্রম ধর্মী বই মেলা করে শিক্ষার্থীদের দূরগৌড়ায় বই পৌঁছে দিতে পেরে আনন্দিত।

অধ্যক্ষ নুরুল আলম বলেন, আমাদের শিক্ষার্থী ছাড়াও অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই বই মেলায় এসে বই পড়ছে এবং ক্রয় করছে। আমরা দেশের সকল নাগরিককে বইয়ে প্রতি ধাবিত করতে পারলে যুব সমাজ মাদক ও সন্ত্রাস থেকে বিরত থাকবে। জঙ্গীবাদের মতো ভয়্কংর কাজের দিতে শিক্ষার্থীরা আর যাবে না।-বার্তা প্রেরক, অধ্যক্ষ মো: নুরুল আলম, ব্রাইট-মুন একাডেমী,আতুরারডিপু, চট্টগ্রাম।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post