লক্ষীছড়ির মগাইছড়িতে সিএনজি থেকে পরে আহত ১
স্টাফ রিপোর্টার: লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কে মগাইছড়ি নামক এলাকায় সিএনজি থেকে পরে মো: আব্দুল্লাহ(১৮) পিতা সোলেমান গুরতর আহত হয়। সোমবার বিকাল ৪টার দিকে সিএনজি যোগে লক্ষীছড়ি থেকে আসার পথে মগাইছড়িতে এ ঘটনা ঘটে। প্রথমে মানিকছড়ি হাসপাতালে এবং পরে চমেক হাসপাতালে আশংকাজনক অবস্থায় পাঠানো হয়। বিস্তারিত আসছে..