Homeস্লাইড নিউজশিরোনাম

বড়দিন উপলক্ষে সিন্দুকছড়ি জোন কর্তৃক শীতবস্ত্র ও অনুদান প্রদান

মোঃ শাহ আলম, গুইমারা: ২৫ডিসেম্বর খ্রীষ্টানদের প্রধান ধর্মীয় উৎসব যীশু খ্রীষ্টের জন্মদিন শুভ বড়দিনে বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সি

পানছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা
খাগড়াছড়িতে বিহারধ্যাক্ষ হত্যার প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন
কিউ কম্পিউটার ট্রেনিং ইনটিস্টিউটের কোর্স সনদ বিতরণ খাগড়াছড়িতে

মোঃ শাহ আলম, গুইমারা: ২৫ডিসেম্বর খ্রীষ্টানদের প্রধান ধর্মীয় উৎসব যীশু খ্রীষ্টের জন্মদিন শুভ বড়দিনে বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলাধীন জোনের দায়িত্বপূর্ণ এলাকার হাফছড়ি ইউনিয়নের ধর্মান্তরিত খ্রীষ্ট ধর্মাবলম্বী ত্রিপুরা জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছেন সিন্দুকছড়ি জোন।

“আজ শুভ বড়দিন ভাই আজ শুভ বড়দিন, যীশু খ্রীষ্ট এলেন ভবে, ছেড়ে স্বর্গের সিংহাসন” সুনীল কুমার সরকারের লেখা গানে উদ্ধৃতি দিয়ে ২৫ডিসেম্বর দুপুরে বড়দিনে খ্রীষ্টানদের সাথে আনন্দ ভাগাভাগি ও সম্প্রীতি উন্নয়নের লক্ষ্যে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন সদরে উপজাতীয় খ্রীষ্ট ধর্মাবলম্বী ত্রিপুরাজনগোষ্ঠীর সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন ১৪ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব।

এসময় জোন অধিনায়ক বলেন, পার্বত্য চট্টগ্রাম সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি এখানে সকল ধর্মের মানুষ স্বাধীন ও শান্তিপূর্ন ভাবে বসবাস করতে পারে। শান্তি সম্প্রতি ও উন্নয়নের মধ্য দিয়েরই দেশ এগিয়ে যাবে বলে উল্লেখ করে উন্নয়নের স্বার্থে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

বড়দিন উপলক্ষে পৌষের হাড় কাপানো শীতে যাতে কোন মানুষ কষ্ট না পায় সে দিকে লক্ষ্য রেখে সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে শতাধিক শতাধিক শীতার্ত মানুষের পাশে সৌর্হাদ্যের উষ্ণতার পরশ নিয়ে তাদের পাশে দাড়িয়েছেন সেনা বাহিনী। দেশের অন্যান্য এলাকার তুলনায় পার্বত্য চট্টগ্রামে শীতের প্রকোপ বেশী থাকে বিধায় পাহাড়ে নি¤œ আয়ের মানুষগুলোর কষ্ট বেড়ে যায়।

খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষরা বড়দিন যাতে জামজমক পূর্ণভাবে পালন করতে পারে সেজন্য সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে আর্থিক অনুদান বিতরণ করা হয়। এর আগে জোনের দায়িত্বপুর্ন এলাকার মধ্যে বসবাসরত খ্রীষ্টানদের নিয়ে দুপুরে মধ্যাহ্ন ভোগের অংশগ্রহণ করেন জোন অধিনায়ক।

সিন্দুকছড়ি জোনে কর্মরত ক্যাপ্টেন মুফতি মাহমুদ জয়, ক্যাপ্টেন ফয়সাল, ক্যাপ্টেন সামিউল, ক্যাপ্টেন মাহমুদুল হাসান, হাফছড়ি ইউপি সদস্য কালা মারমা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।