• April 22, 2025

ভারতীয় ডেপুটি হাই কমিশনারের আন্তর্জাতিক ভাবনা কেন্দ্র পরিদর্শন 

 ভারতীয় ডেপুটি হাই কমিশনারের আন্তর্জাতিক ভাবনা কেন্দ্র পরিদর্শন 
মানিকছড়ি প্রতিনিধি: বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ মানিকছড়ির আন্তর্জাতিক ভাবনা কেন্দ্র পরিদর্শন করেছেন। এসময় ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) অনিমেষ চৌধুরী উপস্থিত ছিলেন।
১২ ডিসেম্বর ২০২২ রোজ সোমবার সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক ভাবনা কেন্দ্র ও মানিকছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  ডেপুটি হাই কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় বিহারের বিহারাধক্ষ্য ভান্তে সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, ভূমি কমিশনার রুপা ঘোষ, মুক্তি যোদ্ধা মং রাজা মং প্রুসাইন বাহাদুর ফাউন্ডেশনের সভাপতি কুমার সুইচিংপ্রু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহানুর আলম ও চট্টগ্রাম মহানগর মারমা যুব সংঘ মানিকছড়ি উপজেলার শাখার সাংগঠনিক সম্পাদক চিংলাপ্রু মারমা সহ বিহারের দায়ক-দায়িকা বৃন্দ।
ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ বিহারের বুদ্ধমূর্তি ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এর আগে তিনি বিহারাধক্ষ্যের নিকট শুভেচ্ছা উপহার ধর্মীয় বই তুলে দেন।
পরিদর্শন শেষে মানিকছড়ি থানার পুলিশের  নিরাপত্তায় খাগড়াছড়ি জেলা সদরের দিকে রওনা দেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post