ভাষা শহীদরে স্মরণে একুশের প্রথম প্রহরে খাগড়াছড়িতে পুষ্পমাল্য অর্পন
স্টাফ রিপোর্টার: আজ ২১ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। খাগড়াছড়ি জেলায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সংসদ সদস্য ও শরণার্থী বিষয়ক টাস্কফোর্স প্রতিমন্ত্রী পদমর্যদা চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।
শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে এসময় পরপর শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংরক্ষিত আসনের মহিলা সাংসদ বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ। ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাবেক এমপি ও জেলা বিনএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। এছাড়াও জেলায় সকল সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের পক্ষ হতে শ্রদ্ধা জানানো হয়।।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিলে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্দেশে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম, রফিক, বরকত, শফিকসহ এরা নাম না জানা অনেকে।