• July 27, 2024

ভিটামিন এ ক্যাম্পেইন উপলক্ষে পানছড়িতে এ্যাডভোকেসি সভা

পানছড়ি প্রতিনিধি: জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পানছড়ি উপজেলায় এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: সনজীব ত্রিপুরা। অনুষ্ঠানের শুরুতে মেডিকেল অফিসার ডাঃ রিপল বাপ্পি চাকমা ভিটামিন এ ক্যাম্পেইন সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা প্রমুখ।

জানাযায়, ১১ জানুয়ারী দ্বিতীয় রাউন্ডে ১০৫টি অস্থায়ী ক্যাম্পে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। যার মাঝে ৬- ১১ বছর বয়সী ১৩০৩জনকে নীল রংয়ের এবং ১২থেকে ৫বছর বয়সী ৭৩৮১ জনকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post