পানছড়ি প্রতিনিধি: কর্তৃপক্ষের উদাসীনতায় ভুল প্রশ্নে ইংরেজী প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার প্রতিবাদ জানিয়েছে পানছড়ি উপজেলায় ছাত্রলীগ। সংগঠনটি প্রেস বিজ্জপ্তি মূলে আজ মঙ্গলবার এই প্রতিবাদ জানিয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শ্রীকান্ত দেব মানিক ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল আমিন রুবেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মূলে জানাযায়, সোমবার ০৫ই ফেব্র“য়ারী পানছড়ি কেন্দ্র নং-১ “পানছড়ি মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে” এসএসসি পরীক্ষায় কেন্দ্র সচিব বেলী চাকমার উদাসীনতায় এই কান্ড ঘটে।
অপর দিকে এই ঘটনার সুষ্ট বিচার এবং শিক্ষার্থীদের পাশ অথবা আবার পরীক্ষা নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা আবেদন জানিয়ে উপজেলা নির্বার্হী কর্মকর্তার বরাবরে আবেদন জানিয়েছে ছাত্রলীগ।
উল্লেখ, কেন্দ্রে ৪৭জন রেফার্ড পরীক্ষার্থীর জন্য ছিল আলাদা প্রশ্ন। কিন্তু কতৃপক্ষের উদাসীনতায় নিয়মিত পরীক্ষার্থীর সাথে একি প্রশ্নে তাদের পরীক্ষা নেয়া হয়।