মসজিদের উন্নয়ন কাজে ইউনিয়ন পরিষদের নগদ সহায়তা

মসজিদের উন্নয়ন কাজে ইউনিয়ন পরিষদের নগদ সহায়তা

মো: আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় মধ্যবেতছড়ি বাজার  মসজিদ দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ অবস্থায় ছিলো। এলাকাবাসী ও সমাজ কমিটির উদ্যোগে মসজিদ পাঁকা

খাগড়াছড়িতে তীব্র দাবদাহে বিদ্যুতের লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
লক্ষ্মীছড়ির স্বর্ণকন্যা মনিকা চাকমাকে সোনার হার দিয়ে সংবর্ধনা, মনিকা চত্তর করার ঘোষণা
লক্ষ্মীছড়িতে চাইল্ড হেল্প লাইন-১০৯৮ সম্পর্কে ওরিয়েন্টশন সভা

মো: আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় মধ্যবেতছড়ি বাজার  মসজিদ দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ অবস্থায় ছিলো। এলাকাবাসী ও সমাজ কমিটির উদ্যোগে মসজিদ পাঁকা করার কাজ চলমান রয়েছে।

তারই অংশ হিসেবে শুক্রবার দুপুরে উপজেলার মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী নগদ ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সভাপতি মো: জাকির হোসেন, কোষাধ্যক্ষ আফজাল হোসেন,  ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ঘনশ্যাম ত্রিপুরা মানিক প্রমুখ।

জানা যায়, মধ্য বেতছড়ি বাজারের এই মসজিদ দীর্ঘদিন যাবৎ টিনসেট ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে।  এলাকাবাসী ও সমাজ কমিটির উদ্যোগে মসজিদটি পাঁকা করণ এর উদ্যোগ নিয়েছে এবং কাজও চলমান।

সমাজ ও মসজিদ কমিটির সভাপতি মো. জাকির হোসেন জানান, মসজিদটি দীর্ঘদিন যাবত জরাজীর্ণ অবস্থায় রয়েছে।  সামাজিক উদ্যোগে ও কয়েকজন দানবীর এর সহযোগিতায় পাঁকা করণ এর কাজ শুরু করা হয়েছে। আজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদা বেগম লাকী নগদ ৫০ হাজার টাকার সহায়তা মসজিদের উন্নয়ন কাজ আরো গতিশীল করবে।