• September 11, 2024

মহানবী মুহাম্মদ (সাঃ) নিয়ে কটূক্তির করার প্রতিবাদে গুইমারায় মানববন্ধন

 মহানবী মুহাম্মদ (সাঃ) নিয়ে কটূক্তির করার প্রতিবাদে গুইমারায় মানববন্ধন

গুইমারা প্রতিনিধি: ১০জুন শুক্রবার জুমা’র নামাজের পর গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সমবেত হন, মুসলিমপাড়া জামে মসজিদের মুসল্লি, জালিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লি, সিন্দুকছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ সহ উপজেলার বিভিন্ন মসজিদের মুসল্লিআনে কেরাম।

মাওলানা সাইফুল ইসলাম এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ওসমানী গণী, জালিয়াপাড়া কেন্দ্রী জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি নোমান, হাফছড়ি মাদ্রাসার পরিচালক আমীনুল ইসলাম প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ওসমান গণী বলেন, মহানবীর বিরুদ্ধে কটূক্তি কারিরা ইসলামের দুশমন। মহানবীকে নিয়ে কটূক্তিকারী ভারতের বিজিপি নেতাদের শাস্তির দাবী জানিয়ে সরকারকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর দাবি জানাচ্ছি। মহানবীর উম্মত হিসেবে আমরা মুসলিমরা একতাবদ্ধ হয়ে মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর সম্মান রক্ষায় কাজ করবো ইনশাআল্লাহ। মহানবীর সাথে বেয়াদবি করার জন্যে শাস্তির দাবি জানানোর আহ্বান করছি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post