• March 16, 2025

মহান বিজয় দিবস উপলক্ষে খাগড়াছড়িতে জেলা আওয়ামীলীগের বিজয় র‌্যালি

 মহান বিজয় দিবস উপলক্ষে খাগড়াছড়িতে জেলা আওয়ামীলীগের বিজয় র‌্যালি

খাগড়াছড়ি প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

১৬ ডিসেম্বর শনিবার দলীয় কার্যালয় থেকে র‌্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে চেঙ্গী স্কয়ারে অবস্থিত শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় দলীয় নেতাকর্মীরা। এর আগে দলীয় কার্যালয়ে সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমা, শতরূপা চাকমা, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে,উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ক্রইসাঞো চৌধুরীসহ দলীয় অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post