মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা রামগড়ে
রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ ডিসেম্বর দুপুর ১২ টায় রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মহান বিজয় দিবস উপলক্ষে কোমলমতি শিশুদের অংশগ্রহনে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত থেকে পরির্দশন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত, সহকারী কমিশনার(ভূমি)সারোয়ার উদ্দিন, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানের আহবায়ক ও মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাশ, সদস্য-মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কাউসার, সহকারী শিক্ষা অফিসার উম্ম্রাচিং চৌধুরী, ডিপিসি জীবক চাক্মা, পিআইও সোহেল হোসেন, কাউন্সিলর জামাল উদ্দিন সিকাদরসহ স্থানীয় সাংস্কৃতি সংগঠক ও সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা প্রমুখ। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকগন উপস্থিত ছিলেন।