• April 29, 2025

মহান স্বাধীনতা দিবস পালন রামগড়ে

 মহান স্বাধীনতা দিবস পালন রামগড়ে

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের লক্ষ্য বুধবার সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তপোধ্বনির মধ্যদিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।

রামগড় স্বাধীনতা স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানালেন উপ‌জেলা প্রশাসন, পৌরসভা, উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা কমান্ড, উপ‌জেলা বিএন‌পি ও সহ‌যোগী সকল সংগঠন, বাংলা‌দেশ পু‌লিশ, স্বাস্থ‌্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, প্রেসক্লাব, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, বাজার প‌রিচালনা ক‌মি‌টি, ত্রিপুরা স্টু‌ডেন্ট ফোরাম, বিভিন্ন এনজিও বিভাগসহ সরকা‌রি – বেসরকা‌রি প্র‌তিষ্ঠান, শিক্ষা প্র‌তিষ্ঠান, রাজ‌নৈ‌তিক-সামা‌জিক ও সেচ্ছা‌সেব‌ী সংগঠন শহীদ বেদী‌তে পুস্পস্তবক অর্পণ ক‌রেন।

প‌রে ঐতিহ্যবাহী রামগড় হাইস্কুল মা‌ঠে স্বাধীনতা দিব‌সের কুজকাওয়াজ অনু‌ষ্ঠনে আনুষ্ঠা‌নিক ভা‌বে জাতীয় পতাকা উ‌ত্তোলন, সালাম গ্রহন ও প‌্যারেড প‌রিদর্শন ক‌রেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মমতা আফ‌রিন ও রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দীন। এ ছাড়াও উপ‌জেলা স্বাস্থ‌্য ও প.প. কর্মকর্তা ডা: এবিএম মোজাম্মেল হক, জেলা বিএন‌পির সহ-সভাপ‌তি হা‌ফেজ আহম্মদ ভুইয়া, উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি ইব্রাহীম খলিল- সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ মিঠু ভূইয়া, পৌর বিএন‌পির সভাপ‌তি জ‌সিম উদ্দীন -সাধারন সম্পাদক মহিউদ্দিন হারুন সহ সরকা‌রি বেসরকা‌রি কর্মকর্তা, বীর মু‌ক্তি‌যোদ্ধা, শিক্ষক শিক্ষার্থী, সাংবা‌দিক, রাজ‌নৈ‌তিক নেতৃবৃন্দ ও এলাকার গন‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন। সকাল সা‌ড়ে দশটায় উপ‌জেলা প‌রিষ‌দের স‌ম্মেলন ক‌ক্ষে ইউএনও মমতা আফ‌রিনের সভাপ‌তি‌ত্বে বীর মু‌ক্তি‌যোদ্ধা ও মু‌ক্তি‌যোদ্ধা প‌রিবারের সদস‌্যদের সংবর্ধনা প্রদান ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়।

স্বাধীনতা দিবস উদযাপন উপল‌ক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা বাস্তবায়ন করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post