• December 23, 2024

মহালছড়িতে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের সন্তাসী অস্ত্রসহ আটক

 মহালছড়িতে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের সন্তাসী অস্ত্রসহ আটক
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে ইউপিডিএফ (মূল) এর একজন চাঁদা আদায়কারী আটক করেছে সেনাবাহিনী।
১ মে সোমবার  ধনমনি চাকমা ওরফে নতুন চাকমা (৩০) নামক ইউপিডিএফ (মূল) দলের এক চাঁদাবাজকে আটক করেছে মহালছড়ি সেনাজোনের সেনাবাহিনী। আটক ব্যক্তিটি মহালছড়ি উপজেলার দাঁতকুপিয়া এলাকার মৃত মোহনি মোহন চাকমার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার  দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি জোনের আওতাধীন সিন্দুকছড়ির পঙ্খিমুড়া নামক এলাকায় সেনাবাহিনীর  একটি টহল দল এক চাঁদাবাজকে আটক করে।
আটক ব্যক্তির কাছে, একটি এলজি,  চাঁদা আদায়ের রশিদ ও ২ রাউন্ড  এ‍্যামুনেশন, মোবাইল ও নগদ  টাকা পাওয়া গেছে।
মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসান খান জানান, চাঁদাবাজ ধনমনি চাকমার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শেষে আসামিকে  খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করা

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post