মহালছড়িতে তৃণমূল উন্নয়ন সংস্থার আলোচনা সভা সাংষ্কৃতিক অনুষ্ঠান

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0;
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে এবং উপজেলা ইয়ূথগ্রুপ ও নাগরিক প্লাটফর্মের আয়োজনে সংবেদনশীল ও অহিংস সমাজ প্রতিষ্ঠা, গণতান্ত্রিক সুশাসন এবং ভোটাধিকার বিষয়ে নাগরিক সচেতনতা বিষয়ক আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৮ মার্চ মঙ্গলবার বিকাল ২ টায় সিঙিনালা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মহালছড়ি উপজেলা ইয়ূথ গ্রুপের সদস্য কাকলী মারমা ও আয়েশা আক্তারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি নাগরিক প্লাটফর্মের সদস্য মিল্টন চাকমা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুবাছড়ি মৌজার হেডম্যান খ্যাচিং চৌধুরী, মুবাছড়ি ইউনিয়নের ইউপি সদস্য উষাপ্রু মারমা, স্থানীয় গ্রাম প্রধান সাথা কার্বারী, মুড়া পাড়া গ্রামের নারী কার্বারী ভৌমিকা ত্রিপুরা, তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নাধীন আস্থা প্রকল্পের সমন্বয়ক ধনেশ্বর দেওয়ান, মহালছড়ি উপজেলা সমন্বয়ক মিহির কান্তি ত্রিপুরা ও সোনিয়া দাশ প্রমূখ।
আলোচনায় বক্তারা নাগরিক অধিকার ও গণতাস্ত্রিক সুশাসনের উপড় বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিটি গ্রামে সচেতনতা বাড়ানোর জন্য পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন। আলোচনার এক পর্যায়ে মহালছড়ি উপজেলা ইয়ুথ গ্রুপের সদস্যদের নিয়ে নাগরিকের ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব সম্পর্কিত একটি নাটিকা পরিবেশিত হয়। এছাড়াও স্থানীয় শিশু শিল্পীদের নিয়ে গান ও নৃত্য পরিবেশন করা হয়।