মহালছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের ২ সদস্য নিহত, ১জন নিখোঁজ
মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের দুই সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
২৪ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মহালছড়ি উপজেলার দুগম দুরছড়িতে একটি বাড়িতে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়লে ২জন ঘটনাস্থলেই মারা যায়। নিহতরা হলো, রবি কুমার চাকমা (৬৫) ও শান্ত চাকমা ওরফে বিমল (৫২)।
ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা এ ঘটনার সত্যতা নিশ্চিত ৩ ইউপিডিএফ সদস্য রবি কুমার চাকমা (৬৫), শান্ত চাকমা ওরফে বিমল (৫২) ও রহিন্তু চাকমা ওরফে টিপন (৩২) সেখানে অবস্থান করছিলেন। হামলায় রবি কুমার চাকমা ও শান্ত চাকমা (বিমল) মারা গেছেন দাবি করে অপরজন রহিন্তু চাকমা এখনো নিখোঁজ রয়েছেন।
ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা এ ঘটনার জন্য ঠ্যাঙাড়েরা ইউপিডিএফ সদস্যদের ওপর গুলি চালালে এতে দু’জন নিহত হন বলে অভিযোগ করেন। তবে ইউপিডিএফ গণতান্ত্রিক এ হত্যাকান্ডে তাদের সংশ্লিষ্টতা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে।
মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন সাংবাদিকদের জানান. খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্য পুলিশ রওনা দিয়েছে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।