মহালছড়িতে ভূমি সংক্রান্ত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে ভূমি আইন ও ব্যবস্থপনা বিষয়ে জনপ্রতিনিধি, প্রথাগত নেতৃবৃন্দ, সুশীল সমাজসহ সংশ্লিষ্টদের জন্য ৩ দিন ব্যাপী কর্ম শালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আইন শৃংখলা কমিটির বাস্তবায়নে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র সহায়তায় ৩ দিন ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
১৮ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় মহালছড়ি হলে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার। এ সময় আরো উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ, উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন, উন্নয়ন প্রকল্প সহায়তাকারি ত্রিপন চাকমা, মাইসছড়ি হেডম্যান স্বদেশ প্রীতি চাকমা। এছাড়া বিভিন্ন এলাকা থেকে জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারীগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা ভুমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।