মহালছড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

শেয়ার করুন

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি: মহান বিজয় দিবস উপলক্ষে মহালছড়ি উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধ -এ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু রায়হান। এ সময় উপস্থিত ছিলেন মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন এছাড়াও সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানসহ কর্মকর্তা – কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর পরে মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল ৯ টায় মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেনের নেতৃত্বে মহালছড়ি প্রেসক্লাবের সংবাদকর্মীরা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

বিজয় দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধুলার আয়োজন করা হয় মহালছড়ি মিনি স্টেডিয়ামে । বিজয় দিবস উপলক্ষে মহালছড়ি হাসপাতাল ও এতিমখানাগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় এবং মুক্তিযুদ্ধে শহীদ, আত্মদানকারী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডায় সুবিধাজনক সময়ে প্রার্থনার আয়োজন করা হয়।