মহালছড়িতে সেনাবাহিনীর সহায়তায় নির্মিত শিশু মঞ্চ হাইস্কলের ঘর উদ্বোধন

মহালছড়ি(,খাগড়ছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে সেনাবাহিনীর সার্বিক তত্বাবধানে শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
১ আগস্ট বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি রিজিয়নের অধীনস্থ মহালছড়ি জোনের সার্বিক ততাবাবধানে মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ঘর উদ্বোধন এবং সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে উপহার সামগ্রী বিতরণ করেন ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহালছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধরী অপু উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিন খানম, মহালছড়ি সহ অন্যান্য সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ সময় রিজিয়ন কমান্ডার সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর আওতায় ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, আত্মকর্মসংস্থানের জন্য ৫টি সেলাই মেশিন, বসতঘর নির্মাণের জন্য ১০টি পরিবারকে ঢেউটিন, ৫০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং ২টি ক্লাবের মাঝে খেলাধুলার সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন।
শান্তি সম্প্রীতি ও উন্নয়ন’ এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের দিকনির্দেশনা, খাগড়াছড়ি রিজিয়নের তত্বাবধানে এবং মহালছড়ি জোনের উদ্যোগে ‘মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের’ নব নির্মিত ঘর উদ্বোধন ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।